এক রাতে ৩০০ তিমির মৃত্যু
AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১০, ২০১৭
অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের সমুদ্র সৈকতে আটকে পড়া ৩০০ তিমির মৃত্যু হয়েছে। এখনও প্রায় আরও ১০০ তিমি মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রাণি সংরক্ষণ কর্মকর্তারা এ তথ্য জানান।
খবরে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির দক্ষিণ দ্বীপ সংলগ্ন সৈকতে একযোগে তিমিগুলো আটকা পড়ে। শুক্রবার সকাল থেকে আটকে পড়া তিমিগুলোকে উদ্ধার শুরু করেন স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। জীবিত উদ্ধার হওয়া তিমিগুলো সাগরে ছেড়ে দেওয়া হয়। তবে এরইমধ্যে মৃত্যু হয়েছে ৩০০ তিমির।