সাংবাদিক শিমুল হত্যা: গ্রেফতার পৌর মেয়রের দুই ভাই
---
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগর দু’গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক আবদুল হাকিম শিমুলের মৃত্যুর ঘটনায় পৌর মেয়রের দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর দুই ভাই ছাত্রলীগ নেতা হাসিবুল হক পিন্টু ও জাসদের সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় মেয়রের বাড়ি থেকে শর্টগান ও দুই রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজাদপুরের মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে গতকাল আহত হন দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে শুক্রবার দুপুরে ঢাকায় আনার পথে তিনি মারা যান।
এদিকে শিমুল হত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার শাহজাদপুরে আধা বেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক সমাজ। শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ঠিকানায় মুক্তিযুদ্ধ জাদুঘর, উদ্বোধন রবিবার

হাজারীবাগের ট্যানারিগুলোর সকল কার্যক্রম ৬ এপ্রিলের মধ্যে বন্ধের নির্দেশ

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

জুয়েলার্স ও রেইন ট্রি কর্তৃপক্ষকে ফের তলব



শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল পালন