আরাফাত সানি কারাগারে
AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৪, ২০১৭
---
স্পোর্টস ডেস্ক : তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এ আদেশ দেন।
এর আগে একদিনের রিমান্ড শেষে আদলতে হাজির করা হয় আরাফাত সানিকে। পরে তদন্ত কমর্কর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ সানিকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
গত রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই ক্রিকেটার সানিকে একদিনের রিমান্ডে পাঠান।
এর আগে সকালে সাভারের আমিনবাজারে নিজ বাড়ি থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।



সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়
যৌতুক মামলায় জামিন পেলেন আরাফাত সানি
সেরা বাঙালির সম্মান পেলেন মাশরাফি


বাংলাদেশের মাহফুজা ফিফায় নারী প্রতিনিধি নির্বাচিত


