কাবুলে জোড়া বোমা হামলায় নিহত ৭০, তালেবানের দায় স্বীকার
আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদ ভবনের পাশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। খবর, আফগানিস্তান সান ও পাস্তুন টাইমস।
মঙ্গলবার বিকেলে কাবুলে পার্লামেন্ট হাউসের সামনে একটি আত্মঘাতী ও কিছুক্ষণ পরেই সামান্য দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে অন্তত ৫০ জনেরও বেশি নিহত ও শতাধিক আহত হয়। পরে হাসপাতালে আরো ২০ জনের মৃত্যু হয়। আহত আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে পাস্তুন টাইমসের খবরে বলা হয়।
আফগানিস্তান সানের খবরে বলা হয়, হামলাটি যখন হয়, তখন কাবুলের ব্যস্ততম এই এলাকাটিতে রাস্তাঘাটে তখন কর্মস্থল থেকে ফিরতি মানুষের ভিড় ছিল। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান বলেছে, তাদের টার্গেটে ছিল সরকারি কর্মীদের বহন করা একটি বাস।
বিস্ফোরণের পর কাবুল শহরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সন্দেহজনক তালিবান জঙ্গিদের খোঁজে কয়েক জায়গায় পুলিশ হানা দিয়েছে বলেও আফগান সংবাদ মাধ্যমের খবর।
আফগানিস্তানের মূল গোয়েন্দা সংস্থা এনডিএস-এর এক কর্মকর্তার বরাতে পাস্তুন টাইমসের খবরে বলা হয়, যে বাসটি তালেবানরা টার্গেট করেছিল তাতে তাদের কর্মীরাও ছিলেন।
এদিকে এ হামলায় আফগান গোয়েন্দা সংস্থাটির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আফগান তালেবান।