বিএনপির বিক্ষোভ কর্মসূচি রোববার
AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৭, ২০১৭
---
ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবসের’ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি।
শনিবার সকালে পুলিশবেষ্টিত নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে সরকার কর্তৃক আজকের কর্মসূচিতে বর্বরোচিতভাবে বাধা দেওয়ার তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি।
“আজকে কর্মসূচি করতে না দেওয়া এবং গত ৫ জানুয়ারি সারাদেশে আমাদের ঘোষিত কালো পতাকা মিছিলের কর্মসূচিতে হামলার প্রতিবাদে আমরা সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।”
রাজধানী ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ হবে বলে জানান রিজভী।


একজন মন্ত্রীর মদদে শ্রমিকদের ধর্মঘট : ফখরুল
৫ জানুয়ারি: চট্টগ্রামে গরম রাজনৈতিক মাঠ
রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিতে বিএনপিকে ‘বাধা’
অবশেষে লন্ডনে যাচ্ছেন শফিক রেহমান

