বুধবার, ৫ই জুলাই, ২০১৭ ইং ২১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

ওস্তাদ ফতেহ আলি খান মারা গেছেন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৫, ২০১৭

---

পাকিস্তানের কিংবদন্তী ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী ওস্তাদ ফতেহ আলি খান মারা গেছেন। বুধবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৮২ বছর বয়সী এই শিল্পী ফসফুসের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। টানা ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করেও শেষ রক্ষা হয়নি তার। চলে গেলেন না ফেরার দেশে।
ওস্তাদ ফতেহ আলী খান ১৯৩৫ সালে পাতিয়ালায় জন্ম গ্রহণ করেন। ব্রিটিশ আমলে মাত্র ১২ বছর বয়সে ভাই আমানত আলি খানের সঙ্গে মহারাজার দরবারে গান গাইতেন।
১৯৪৬ সালে গান গেয়ে প্রতিমাসে পেতেন ১০০ রুপি। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্সসহ অসংখ্য পুরষ্কার।

এ জাতীয় আরও খবর