বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ ব্রিটেন

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-চীনকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ব্রিটেনের। সম্প্রতি ইউরোপিয়ান জিওট্রেটেজি নামক একটি রিপোর্টকে ভিত্তি করে এমনই দাবি করেছে ব্রিটিশ মিডিয়া।

এই তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, চিন ও রাশিয়া।

ব্রিটেনের রয়েছে ব়্যায়েল মেরিন। এছাড়া প্রচণ্ড শক্তিশালী একটি সেনা বাহিনী। ই তালিকা তৈরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেনা, আর্মি ও ধর্মীয় শক্তিকে। ফলে গ্লোবাল পাওয়ার তৈরি হয়েছে বিশ্বে। প্রথম স্থানে থাকা সুপার পাওয়ার আমেরিকা।

ব্রিটেনের রয়েছে মাত্র ২০০ টি পরমাণু অস্ত্র। তবে আমেরিকা ও রাশিয়ার রয়েছে ৭০০০ পারমাণবিক অস্ত্র। জানা গেছে, ব্রিটেনের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক, এডুকেশন সিস্টেম ও সাংস্কৃতিক ইনফ্লুয়েন্সও এই তালিকার মানদণ্ড হয়েছে।