বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

টিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় অবৈধ ঘোষণার রায় স্থগিত

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা এক আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন এ এম আমিন উদ্দিন ও এম মনজুর আলম।

এর আগে গত ১২ ডিসেম্বর ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি ২ জানুয়ারি (আজ) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

  • ইসি গঠন: আরও পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ
  • পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরামর্শক সেনাবাহিনী
  • দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষিত জনগোষ্ঠী অত্যাবশ্যক : প্রধানমন্ত্রী
  • ১২ বছরে সড়কে প্রাণ গেল ৫৭ হাজার ২২৬ জনের১২ বছরে সড়কে প্রাণ গেল ৫৭ হাজার ২২৬ জনের
  • রাজ্যসভা থেকে মিঠুনের পদত্যাগ
  • জেলা পরিষদ নির্বাচন : নবীনগরে আ’লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগজেলা পরিষদ নির্বাচন : নবীনগরে আ’লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগ