বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে তিন দিনের শোক ঘোষণা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩, ২০১৭

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি ঘোষণা করে।

আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তিন দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে- দলীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া-মাহফিল। এছাড়া দুপুরে বিক্ষোভ শেষে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এমপি লিটন হত্যাকান্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুত্বর আহত হন এমপি লিটন। পরে এমপি লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

  • খুলনায় আ’লীগ নেতার ওপর গুলি, নারী পথচারী নিহত
  • ‘এমপির গুলির ঘটনায় প্রতিকার চেয়েছিলাম, মৃত্যু চাই নাই’
  • বছরে দুটি করে বাছুর জন্ম দেবে গাভী
  • এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জে হরতাল চলছে
  • ৬১ জেলা পরিষদের নির্বাচন আজ
  • নাফ নদ থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি