বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

এখনও নেভেনি ডিসিসি মার্কেটের আগুন, একাংশে ধস

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মার্কেটের একাংশ ধসে পড়েছে।

আজ মঙ্গলবার সকাল আটটা নাগাদ ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ মোদক বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মার্কেটের কাঁচা বাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের ভবনের কিছুটা ধসেও পড়েছে। পুরো মার্কেট কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন।

মার্কেটের সামনে আহাজারিরত এক দোকান মালিক বলেন, রাত ২টার সময় মার্কেটে আগুন লাগে বলে এক নিরাপত্তা রক্ষী তাকে জানান। ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর