অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহীম
স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি।
এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।
পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সাথে আজ সকালে অনুশীলনে যোগ দেন মুশফিক। মাঠে নামার জন্য শতভাগ ফিট না হলেও তিনি মূলত ফিটনেস ট্রেনিং করেন। প্রথম ওয়ানডের দুদিন পর তার বাঁ পায়ে স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে জানা যায়, আঘাত খুব বেশি গুরুতর নয়। তবে মাঠে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।
এমতাবস্থায় টেস্ট অধিনায়ক মুশফিককে টেস্ট সিরিজে ফিরে পেতে চায় বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এবং ফিজিও যদি গ্রিন সিগন্যাল দেয় তবে টেস্ট সিরিজে মাঠে নামতে পারেন মুশি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তার অভাব খুব বেশি করে বোধ করছে বাংলাদেশ।