সিনিয়র-জুনিয়র মুখ্য নয়, দায়িত্ব নিয়ে খেলতে হবে : সাকিব
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর টি-২০তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। টাইগারদের অন্যতম অলরাউন্ডার সাকিব জানালেন ভালো কিছু করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।
সাকিব বলেন, আসলে এটা দলীয় খেলা, কে সিনিয়র কে জুনিয়র এটা মুখ্য বিষয় নয়। সবারই দায়িত্ব নিয়ে খেলতে হবে। জিতলে সবার ক্রেডিট আর হারলে সবারই দোষ।
জুনিয়র কিংবা নতুন খেলোয়াড়দের প্রতি সাকিবের বিশ্বাস আছে, আমার কাছে সিনিয়র-জুনিয়র ব্যাপারটা খুব সঠিক মনে হয় না। সবারই দায়িত্ব আছে। কেউ নতুন আসছে দেখে যে ভালো করতে পারবে না—এমনটা আমরা বিশ্বাস করি না। নতুনদের ভালো কিছু করার ক্ষমতা আছে বলেই সে দলে এসেছে।
টি-২০ সিরিজের কথা তুলে ধরে তিনি আরো বলেন, এখানে টি-২০তে বড় স্কোর হবে। আপনাকে আগে ব্যাট করলেও বড় সংগ্রহ করতে আবার পরে ব্যাট করলেও বড় সংগ্রহ তাড়া করতে হবে। আপাতত আমরা ১৮০ স্কোরটাকে প্রাধান্য দিচ্ছি।
আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিক মানিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে সাকিব বলেন, পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি।