সামাজিক নিরাপত্তা ও সকল মানুষের সেবায় সরকার কাজ করছেন-জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক : ‘সমাজসেবার উদ্ভাবন, সেবাই এবার ডিজিলাইজেশন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা স্থানীয় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। সমাজসেবা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা সমাজসেবা অফিসার মনির হোসেন। সভা পরিচালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস. এম শাহীন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সমাজসেবার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করছে। তথ্য ও প্রযুক্তির অগ্রগতির সুফল মানুষ পাচ্ছে। তারই ফলশ্র“তিতে বিভিন্ন সেবাসুবিধা এখন অনলাইন দেওয়া হচ্ছে। সরকার সমাজসেবা বিভাগের মাধ্যমে বিশেষ জনগোষ্ঠীকে মূল ধারায় আনার সুযোগ সৃষ্টি করেছে। সামাজিক নিরাপত্তা ও সমাজের সকল মানুষের সেবায় সরকার কাজ করছেন।