শীর্ষে থেকে বছর শেষ করলেন মেসি
স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ ৫ লিগ ইংলিশ প্রিমিয়ার, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেস লিগা, ইতালির সিরি’আ ও ফরাসি লীগ ওয়ানে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করেছেন মেসি।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যালন ডি’অর হাতছাড়া করলেও গোলের হিসেবে রিয়াল মাদ্রিদ তারকাকে অনেক পেছনে ফেলেছে মেসি। ৫১ গোল নিয়ে শীর্ষে থাকার মেসির থেকে ৯ গোলে পিছিয়ে চার নম্বরে পর্তুগাল স্ট্রাইকার।
দ্বিতীয় স্থানে আছেন প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা জ্লাতান ইব্রাহিমোভিচ। তার গোল সংখ্যা ৫০। ৪৮ গোল নিয়ে বছরের সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয় স্থানে আছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
অবশ্য এ গোলগুলো ধরা হয়েছে ক্লাবের হিসাবে। আন্তর্জাতিক গোল ধরা হলে একটু অদলবদল হবে এ তালিকায়। তবে মেসিকে এখানেও নামাতে পারেননি রোনালদো। ক্লাব ও দেশ মিলিয়ে পুরো বছরে ৫৯ গোল করে শীর্ষে মেসি। আর পর্তুগাল ও রিয়ালের জার্সিতে ৫৫ গোল করে দুই নম্বরে রোনালদো।