বরখাস্ত হলেন ভারতের ক্রিকেট বোর্ড প্রধান
স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান অনুরাগ ঠাকুরকে বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। একই সঙ্গে আদালত বোর্ডের সচিব অজয় শিরকেও বরখাস্তের আদেশ দেন।
বিশ্বের অন্যতম শক্তিধর ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কার বিষয়ে বোর্ড বনাম লোধা কমিশন নিয়ে চলা জটিলতার মধ্যে এ রায় দিল আদালত। এর আগে ২০১৪ সালে আদালত একটি কমিটিকে নিয়োগ দেন বোর্ডের কার্যক্রম ক্ষতিয়ে দেখার জন্য।
গত বছরের জুলাই মাসে বোর্ডকে আদেশ দেন একাধিক সংস্কার করার জন্য। আদালতের আদেশে বলা হয়, বোর্ড লোধা কমিশনের সুপারিশ মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এটি প্রয়োগে ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।
নতুন সভাপতি ও সচিব নিয়োগ না করা পর্যন্ত পর্যবেক্ষক দিয়ে চলবে ভারতের ক্রিকেট প্রশাসন। আর এই পর্যবেক্ষকদের নিয়োগ করবে আদালত।