বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

বরখাস্ত হলেন ভারতের ক্রিকেট বোর্ড প্রধান

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান অনুরাগ ঠাকুরকে বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। একই সঙ্গে আদালত বোর্ডের সচিব অজয় শিরকেও বরখাস্তের আদেশ দেন।

 

বিশ্বের অন্যতম শক্তিধর ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কার বিষয়ে বোর্ড বনাম লোধা কমিশন নিয়ে চলা জটিলতার মধ্যে এ রায় দিল আদালত। এর আগে ২০১৪ সালে আদালত একটি কমিটিকে নিয়োগ দেন বোর্ডের কার্যক্রম ক্ষতিয়ে দেখার জন্য।

গত বছরের জুলাই মাসে বোর্ডকে আদেশ দেন একাধিক সংস্কার করার জন্য। আদালতের আদেশে বলা হয়, বোর্ড লোধা কমিশনের সুপারিশ মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এটি প্রয়োগে ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।

নতুন সভাপতি ও সচিব নিয়োগ না করা পর্যন্ত পর্যবেক্ষক দিয়ে চলবে ভারতের ক্রিকেট প্রশাসন। আর এই পর্যবেক্ষকদের নিয়োগ করবে আদালত।

এ জাতীয় আরও খবর

  • ‘দ্বিতীয় ভিয়েতনাম’ হওয়ার সুযোগ বাংলাদেশের হাতছাড়া
  • থার্টি ফাস্ট নাইটে হামলার আশঙ্কা : বিশ্বজুড়ে রেড এলার্ট
  • প্রাথমিকে পাস ৯৮.৫১%, ইবতেদায়ীতে ৯৫.৮৫%
  • দারিদ্র্যমুক্ত দেশ গড়ার হাতিয়ার শিক্ষা : প্রধানমন্ত্রী
  • আবারো তোপের মুখে রওশন-আনিসআবারো তোপের মুখে রওশন-আনিস
  • সংসদের দক্ষিণপ্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত