বুধবার, ৪ঠা জানুয়ারি, ২০১৭ ইং ২১শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২, ২০১৭

 

স্পোর্টস ডেস্ক :ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

 

এ ম্যাচে সিরাত জাহান স্বপ্না হ্যাটট্রিক করেছেন। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে পাঁচ গোল করা সাবিনা খাতুন করেছেন জোড়া গোল। অপর গোলটি নার্গিস খাতুনের।

আগামী বুধবার সাফের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে বিকেলে প্রথম সেমিফাইনালে নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে ভারত।

গ্রুপপর্বে ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে তাই বাংলাদেশের মেয়েদের থেকে ভালো কিছু আশা করাই যায়।

এ জাতীয় আরও খবর

  • আফগানিস্তানকে গুড়িয়ে সেমিতে বাংলাদেশ
  • মুশফিকের পরিবর্তে সোহান !
  • শতরানের উদ্বোধনী জুটির পরও বাংলাদেশের ২৩৬
  • হারের পর টাইগারদের জরিমানা
  • তৃতীয় ওয়ানডেতে ফিরছেন মোস্তাফিজ
  • ‘জামায়াত-শিবিরের খুনিরাই আমার স্বামীকে হত্যা করেছে’