নাসিরনগরে হামলা : আওয়ামীলীগ নেতার আদালতে ৪ দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদ মুঞ্জুর
নিজস্ব প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদ বাড়ি-ঘর, মন্দির ও স্থাপনায় হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আহাদকে আদালতরে প্রেরন করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে দুপুরে নাসিরনগর আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালত শুনানি শেষে তাকে জেলগেইটে ৪ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন। গত মঙ্গলবার দুপুরে তাকে উপজেলা সদরের ঘোষ পাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, হিন্দু মন্দির ও বাড়িঘরে ভাংচুর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গত ৩০শে অক্টোবর নাসিরনগরে হিন্দুদের বাড়ি-ঘর, মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ টি পৃথক মামলা হয়। এর মধ্যে ৬টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ পর্যন্ত নাসিরনগরে ১০৫ জনকে গ্রেফতার করা হয় ।