সরাইলে সেয়া ৩ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক মালিক বিহীন অবস্থায় আটককৃত সোয়া ৩ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের ১২ ব্যাটালিয়নের উদ্যোগে ৩ কোটি ২৫ লাখ ৫৪ হাজার টাকার মাদক দ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক দ্রব্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় হুইস্কি, ফেনসিডিল, ফেন্সিডিল জাতীয় সিরাপ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট,ভারতীয় পাতার বিড়ি , চোলাই মদ, নেশাজাতীয় ইনজেকশন ও বিভিন্ন প্রকার ট্যাবলেট। চিকিৎসক মোঃ সজিবের সঞ্চালনায় ১২ ব্যাটালিয়ন এর প্রশিক্ষণ মাঠে ধ্বংস পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী আহসানুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহ আলী। মাদক দ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন ৬০ ব্যাটালিয়নের অধিনায় লে.কর্ণেল আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আসাদুজ্জামান, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, সহকারী পুলিশ সুপার আবদুল করিম, জুডিশিয়াল হাকিম সুলতান সোহাগ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান, অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাংবাদিক আল আমীন শাহিন প্রমুখ। এর আগে একই মাঠে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা সকলের পবিত্র দায়িত্ব। মাদক বিরোধী অভিযান সফল করে দেশের আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। এদেশে মাদকের চাহিদা শুন্যের কোঠায় নামিয়ে আনতে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।