সরাইলে আন্ত:স্কুল ও মাদ্রাসা পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সরাইল উপজেলা আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত, উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় শীতকালীন প্রতিযোগিতা ২০১৬ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৭ শে ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবদুর রহমান-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সরাইল। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি ভেন্যুতে একযোগে ক্রীড়া প্রতিযোগিতা চলে এবং আজ সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করতে হবে। খেলাধূলার কোনো বিকল্প নাই। খেলাধূলার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তাহার যথাযথ চেষ্টা করব। এছাড়াও বক্তব্য রাখেন, সহিদ খালিদ জামিল খান-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সরাইল। আবু বক্কর সিদ্দিক-প্রধান শিক্ষক, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। শেখ সাদী-প্রধান শিক্ষক, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ আলী-প্রধান শিক্ষক, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। আইয়ুব খান-প্রধান শিক্ষক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা ও সহযোগিতায় ছিলেন, মোসাহেদ মোল্লা, শফিকুল ইসলাম ও রবি আলী। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদের পক্ষথেকে প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষককের মাঝে পুরস্কার প্রদান করা হয়।