আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে আজ শনিবার ৮জন হতদরিদ্র মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার আবদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক ম্যানেজার মো: আবু তাহের চৌধুরী,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভূইয়া ।
সভায় বক্তব্য রাখেন,ফান্দাউক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাহফুজ মিয়া ও চৈয়ারকুঁিড় ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হামিদ প্রমূখ। অনুষ্ঠানে নাসিরনগর ব্রাঞ্চের আওতাধীন রঞ্জনা রানীকে সিজার অপারেশন,ফান্দাউক ব্রাঞ্চের আওতাধীন বকুল রানী ও রুমা রানীকে সিজার অপারেশন, জাহানারা বেগমকে জলায়ূ অপারেশন ও চৈয়ারকুঁড়ি ব্রাঞ্চের আওতাধীন শাহারা বেগম ও ফুলরাজ বেগমকে পিওথলির পাথর,রীনা দেব ও রুবী আক্তারকে সিজার অপারেশনের জন্য ২২ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।