১৭ই ডিসেম্বর, ২০১৬ ইং, শনিবার ৩রা পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ভুয়া সংবাদ ঠেকাতে অভিজ্ঞ সাংবাদিক নিয়োগ দিচ্ছে ফেসবুক
পরবর্তী ট্রাম্পকে ‘মুসলিম নিবন্ধন’ তৈরিতে সাহায্য না করার অঙ্গীকার প্রযুক্তিকর্মীদের


আপনি পাসওয়ার্ডের সুরক্ষা নিয়ে চিন্তা? মেনে চলুন এই টিপস


Amaderbrahmanbaria.com : - ১৪.১২.২০১৬

লাইফস্টাইল ডেস্ক : এখন আমরা অনেকেই ইন্টারনেটে কাজ করি। যুগটাই ইন্টারনেটের। আর কোনও ওয়েবসাইটে গিয়ে গোপনীয়তা সুরক্ষিত করার প্রথম পদক্ষেপ হল একটি পাসওয়ার্ড তৈরি করা। তবে যেমন তেমন করে পাসওয়ার্ড তৈরি করলে হবে না। এমন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যা সহজে আন্দাজ করা যাবে না। পাসওয়ার্ড তৈরির জন্য কিছু নিয়মাবলী দেওয়া থাকলেও আমরা তা ভাল ভাবে লক্ষ্য করি না। এক নজরে দেখে নিন পোক্ত পাসওয়ার্ড তৈরি করার কিছু টিপস।

 

সংখ্যা, বর্ণ, চিহ্ন সব মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

খুব চলতি শব্দ ব্যবহার করবেন না।

সঠিক শব্দের বিকল্প ব্যবহার করুন। যেমন ধরা যাক ইংরেজি ‘টু’শব্দের বদলে ইংরেজিতে সংখ্যায় টু লেখা যেতে পারে।

একাধিক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট যেমন, জিমেল ও অনলাইন ব্যাঙ্কিং-এর ক্ষেত্র্রে একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করবেন না।

এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে ব্যক্তিগত তথ্য না থাকে।

পুরো পাসওয়ার্ডটাই নম্বর, বড় হরফ কিংবা ছোট হরফের করবেন না।

কোনও অক্ষর বার বার লিখবেন না।

কোনও প্রবাদ যা আপনি সব সময় বলেন বা উপদেশ হিসেবে দেন, কখনওই তা ব্যবহার করবেন না।

অনেক সাইটে অ্যাকাউন্ট খোলার সময়, কী করে সঠিক পাসওয়ার্ড বাছবেন তার একটা উদাহরণ দেওয়া তালিকা দেওয়া থাকে। তা থেকে কখনওই পাসওয়ার্ড বাছবেন না।

Loading...

কি বোর্ড প্যাটার্ন অথবা ক্রমানুযায়ী সংখ্যার ব্যবহার করবেন না।

অভিধানে আছে এমন শব্দ ব্যবহার না করাই ভাল





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close