১৮ই ডিসেম্বর, ২০১৬ ইং, রবিবার ৪ঠা পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ


আতঙ্কের নাসিরনগরে সামাজিক সম্প্রীতির ফিরে আনতে নানা  উদ্যোগ


Amaderbrahmanbaria.com : - ১৪.১২.২০১৬

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলা-ভাঙ্গচুরের ঘটনায় শান্তি ও বিশ্বাসের পরিবেশ অনেকটা নষ্ট হয়ে পড়েছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। তাদের মধ্যে একটু সাহস ফিরিয়ে দিতে নানা উৎসবের আয়োজন করছে জেলা প্রশাসন ও পুলিশ।

গত দেড় মাস আগে ব্রাহ্মণবাড়িয়া ঘটে মন্দির ভাংচুর ও হামলার ঘটনা। শান্ত এলাকা হঠাৎ করেই অশান্ত হয়ে পড়ে, দেখা দেয় আতঙ্ক। ঘটনার পর থেকে বেশ ক’দিন রাতের নাসিরনগর ছিল একবারেই নিরব-নিস্তব্ধ। সেই নিরবতা ভেঙে পরিস্থিতি স্বাভাবিক করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে জেলা প্রসাশনের পক্ষ থেকে।

Loading...

এরই অংশ হিসেব বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে বাউল সঙ্গীতের আসর। রাতের নিরবতা ভেঙ্গে এই আসরে যোগ দেন এলাকার মানুষ।

শত বছরের ঐতিহ্য ফিরিয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। সেদিনের ঘটনায় নাসিরনগরে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা দূর করে নাসিরনগরকে জাগিয়ে তুলতে এমন নানা উদ্যোগের কথা জানালেন প্রশাসনের কর্মকর্তারা।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close