g পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৫ই আগস্ট, ২০১৭ ইং ২১শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৫, ২০১৬

---

আন্তর্জাতিক ডেস্ক :গণভোটে ‘না’ ভোট জয়ী হওয়ায় ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পদত্যাগ করেছেন। দেশটির সংবিধান সংস্কারে গতকাল রবিবার দেশটিতে গণভোট অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী রেনজি আগেই ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে পদত্যাগ করবেন তিনি। নির্বাচনে ‘না’ ভোট পড়েছে ৫৪-৫৮ শতাংশ। আর সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪২-৪৬ শতাংশ। ফলাফল ঘোষণার পর, প্রতিশ্রুতি অনুযায়ী পদত্যাগ করেন প্রধানমন্ত্রী।

গণভোটে হেরে যাওয়ার পর মাত্তিও রেনজি বলেন, সবার জন্য শুভকামনা। সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগের বিষয় আনুষ্ঠানিকভাবে জানাবো।

মন্ত্রিসভায় পদত্যাগের ঘোষণার পর ইতালির প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন মাত্তিও রেনজি। ডিসেম্বর মাসের শেষের দিক ইতালিতে বাজেট পাশ করা হয়। ধারণা করা হচ্ছে, বাজেট পাশ হওয়া পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রাখতে মাত্তিও রেনজিকে অনুরোধ করবেন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর