১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ব্রিটিশ এমপির উদ্বেগ


Amaderbrahmanbaria.com : - ১৬.১১.২০১৬

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বব ব্ল্যাকম্যান। সোমবার তার স্বাক্ষরিত বিবৃতিতে অরক্ষিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
লন্ডনের হ্যারো ইস্ট এলাকা থেকে নির্বাচিত এই এমপি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লিখছি যে গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বৃদ্ধি পেয়েছে । এটা উদ্বেগ ও শঙ্কার বিষয় যে মানুষ নিজের জন্মভূমিতে সম্পদহানি ও জীবন সংশয়ের আশঙ্কায় বাস করছে। তিনি যোগ করেন, এটা অগ্রহণযোগ্য যে সরকারের থেকে বার বার নিশ্চয়তা দেয়ার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সরকারের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করে বলবো, অরক্ষিত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করুন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close