আন্তর্জাতিক ডেস্ক :ভারতে নোট বাতিল বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির কঠোর সমালোচনা করলেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী৷ তার মতে, মোদির এই পদক্ষেপ আসলে যে দুর্নীতি ছাড়া কিছু নয়, পরবর্তীকালে তা ঠিকই প্রমাণিত হবে৷ শুধু তাই নয়, মোদি নাকি এটিএম এবং ব্যাংকের বাইরে লাইনে দাঁড়ানো লোকদের নিয়ে রসিকতা করেছেন৷ এমনও অভিযোগ আনেন তিনি৷
রাহুল গান্ধী বলেন,‘প্রায় ১৮ থেকে ২০ জন লোক লাইনে দাঁড়িয়ে মারা গেছেন৷ আর তিনি হাসছেন৷ মোদির পরিষ্কার করে জানান উচিত তিনি হাসছিলেন না কাঁদছিলেন৷’ এছাড়া বিজয় মালিয়া, ললিত মোদির মতও ব্যবসায়ীদের কেন ভারতে ফেরত আনা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন রাহুল৷
এরপর তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার দিন সকালে কেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি এর নেতারা পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট জমা দিলেন। অর্থমন্ত্রীও যেখানে জানতে পারেননি, সেখানে মোদিজির নিজের লোকেরা নোট বাতিলের খবর পেয়ে গেল৷ বিজেপি কর্মীদের হাতে নতুন ২০০০ টাকার নোটের বান্ডিলই বা এল কোথা থেকে’৷
রাহুলের মতে, প্রধানমন্ত্রী কিছু না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ সিদ্ধান্ত ফেরানো না গেলেও সাধারণ মানুষের যেন কষ্ট কম হয় সেদিকে প্রধানমন্ত্রীকে নজর দেওয়ার পরামর্শ দেন৷ এর আগে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তুলছেন রাহুল, এই ছবি দেখে তাকে কটাক্ষ করেছিলেন মোদি৷
কিন্তু এ মোদির মা হীরাবেন এর ব্যাঙ্কে টাকা বদলানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাহুল গান্ধী৷ তিনি বলেন,‘আমি মোদিজির মতো নই৷ তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করব না৷’