১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


‘মেডিকেল ভর্তি পরীক্ষা কেন বাতিল নয়’


Amaderbrahmanbaria.com : - ১৬.১১.২০১৬

নিউজ ডেস্ক : ২০১৬-১৭ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজে বিদেশি ছাত্রদের জন্য ৫০ ভাগ কোটা বরাদ্ধ কেন বাতিকল করা হবে না এবং মেয়েদের জন্য ৩০ ভাগ কোটা কেন সংরক্ষণ করা হবে না সেটি জানতে চেয়েছেন আদালত।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে আদালত থেকে বেরিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, জনস্বার্থে গত ১০ অক্টোবর আমি এ রিট আবেদনটি দায়ের করেছিলাম। শুনানি শেষে আজ অদালত এ আদেশ দিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close