১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


মুস্তাফিজ বোলিং করেছেন লম্বা রান আপে


Amaderbrahmanbaria.com : - ১৬.১১.২০১৬

স্পোর্টস ডেস্ক : কাঁধের সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় কাটছে মুস্তাফিজুর রহমানের দিন-কাল। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কাটার মাস্টারের অস্ত্রোপচার পরবর্তী অবস্থা পর্যবেক্ষণে এমআরআই করানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়া পর বুধবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এমআরআই করানোর আগে মঙ্গলবার সকালে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অধীনে মিরপুরের একাডেমি মাঠে বেশ কিছুক্ষণ নেটে বল করেছিলেন মুস্তাফিজ। আগের চেয়ে এদিন লম্বা রান আপে বোলিং করেছেন তিনি।

দিনে দিনে মুস্তাফিজের যে উন্নতি হচ্ছে, তাতে আগামী সিরিজে টাইগার স্কোয়াডে পাওয়ার আশা করছেন ওয়ালশ। এ ব্যাপারে বোলিং কোচ সংবাদ মাধ্যমকে বলেন, ‘মুস্তাফিজের দ্রুত উন্নতি দেখে আমি খুশি। মুস্তাফিজও এ নিয়ে স্বস্তিতে আছে। নিউজিল্যান্ড যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় যে ক্যাম্পটি হবে সেখানে মুস্তাফিজ থাকবে। ওখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকবে। ৭০ শতাংশ ইনটেনসিটিতে বল করছে এখন। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আরও উন্নতি হবে। আশা করি নিউজিল্যান্ড সিরিজে তাকে খেলানো যাবে।’

ওয়ালশের অধীনে আগামী ১৭ নভেম্বর আরও একটি অনুশীলন সেশন করবেন মুস্তাফিজ। ১৯ নভেম্বর হবে আরেকটি পর্যবেক্ষণ।

এর আগে কাঁধের চোটের কারণে গত ১১ আগস্ট অস্ত্রোপচার করা হয় মুস্তাফিজের। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ডু ওয়ালেস ফিজের বাঁ-কাঁধের অস্ত্রোপচার সফলভাবে শেষ করেন। এরপর দুদিন হাসপাতালে কাটিয়ে ১৩ আগস্ট বাসায় ফিরেছিলেন কাটার মাস্টার। সেখানে পুনর্বাসনের প্রাথমিক ধাপ শেষে ‘দ্য ফিজ’ দেশে ফিরেছিলেন গত ২২ আগস্ট।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close