আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৮ থেকে ১৫ বছর কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে দুই মিলিয়ন ডলার ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে।
রয়টার্স জানায়, উলিইউকায়েভের মন্ত্রণালয়ের ইতিবাচক বার্তার পর গত অক্টোবরে সরকার-নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানির ৫০ শতাংশ কিনে নেয়। সেই রোসনেফটের কাছ থেকেই উলিইউকায়েভ ঘুষ নেন।
১৯৯১ সালের ব্যর্থ ক্যুর পর সরকারের শীর্ষ কর্তাদের মধ্যে উলিইউকায়েভই সর্বশেষ আটক হলেন।
দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এ ঘুষ কেলেংকারির বিষয়ে সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
ইনভেস্টিগেটিভ কমিটির এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসবাদের পর রাতেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে।
এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে দিমিত্রি পেসকোভ টাস নিউজকে জানান, উলিইউকায়েভের বিরুদ্ধে অভিযোগটি খুবই গুরুতর। একমাত্র আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে।