নিজস্ব প্রতিবেদক : নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরের তাকে প্রত্যাহার করা হয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
গত ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফকে ব্যঙ্গচিত্র করে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস একটি পোস্ট দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের হিন্দু পল্লীতে হামলা চলিয়ে দুস্কৃতিকারীরা ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবি জানায় স্থানীয়রা।
ইতোমধ্যে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।