নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহি মুক্তনাট্য রজতজয়ন্তী উপলক্ষে বার্ষিক নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১/১০)সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বকালের সর্বশ্রেষ্ট হাসির নাটক ‘কঞ্জুস ও যাত্রাপালা ‘সিঁদুর নিওনা মুছে, এর মহরত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মো.ইমতিয়াজ আহমেদ পিপিএম, নাট্যব্যক্তিত্ব মো. আবদুল ওয়াদুদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, কৃষিবিদ মো. শহিদুল হক। বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক শংকর দেব রায়, নিয়াজুল হক কাজল, মাহাবুব আলম লিটন, বিজন দাস, গৌরাঙ্গ দেব নাথ, সঞ্জয় সাহা, শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যামল, মানিক বিশ্বাস, হাবিবুর রহামন হেলাল, আব্বাস উদ্দিন হেলাল প্রমুখ। সার্বিক তত্বাবধানের ছিলেন কাউছার আহম্মেদ অপু। এর পূর্বে মুক্ত নাট্য সংস্থার সদস্য পদের জন্য যারা আবেদন করেছিলেন তাদের একটি সাক্ষাৎকার নেয়া হয় । সাক্ষাৎকার শেষে আবেদনকারি নতুন ২০জনকে মুক্তনাট্য সংস্থার সদস্য হিসাবে ঘোষনা করা হয়। উলেখ্য নতুন সদস্যদেরকে আগামী ৭ দিনের মধ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে(পুরাতন) প্রতিদিন সন্ধ্যায় বাদ এশা’র নামাজের পর মহড়াতে উপস্থিত হয়ে অর্থ সম্পাদকের কাছ থেকে রশিদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। এবং সংস্থার সকল সদস্যরা প্রতিদিন যথাসময়ে মহড়াতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।