২৭শে অক্টোবর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১২ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » নাসিরনগর » নাসিরনগরে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড বিষয়ক কর্মশালা


নাসিরনগরে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড বিষয়ক কর্মশালা


Amaderbrahmanbaria.com : - ২২.১০.২০১৬

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা গর্ভন্যান্সপ্রজেক্ট (ইউজেডজিপি)সহযোগিতায়“থাকলে শিশু বিদ্যালয়ে,হবেনা বিয়ে বাল্যকালে,থাকলে শিশু লেখাপড়ায়,সফল হবে জীবন গড়ায়” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার “ বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে কার্ড বিষয়ক সচেতনামূলক”কর্মশালা স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্টিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিবলী চৌধুরী । বক্তব্য রাখেন শিক্ষার্থী দীপ্তি চৌধুরী,রুমা আক্তার। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকসহ অতিথিরা বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড প্রর্দশন করেন। সভায় জানানো হয় বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। কর্মশালার অংশ হিসেবে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সরকারি কর্মকর্তা,স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণকে বাল্য বিবাহ ও যৌন হয়রানি সম্পর্কে অবহিতকরণ ও এর থেকে উত্তরণের উপায় সমূহ নিয়ে আলোচনা করা হয়। বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালায় অংশগ্রহনকারী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close