নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঘূর্ণিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার একমাত্র পথ হলো গাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা। এ জন্য রামপালে ৫ লাখ গাছ লাগানো হবে।’বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্টি দুর্যোগও মোকাবিলা করতে হয় আমাদের। আর আমরা সেগুলো মোকাবিলা করে যাচ্ছি। সরকার সজাগ থাকলে যেকোনো দুর্যোগ থেকে মানুষকে বাঁচানো সম্ভব।’
তিনি বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় সম্পর্কে কোনো সতর্ক দেয়া হয়নি। তখন ঘূর্ণিঝড় বিষয়ে কোনো সচেতনতা ছিল না। কারণ তখনকার সরকার এ বিষয়ে কিছুই জানত না।
শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। তাই আমরা বিরোধী দলে থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘১৯৯৭ সালেও ঘূর্ণিঝড় হয়। তখন আমরা সেনা, নৌবাহিনী নিয়ে কাজ করি। জনগণকে জোর করে শেল্টারে নিয়ে আসি। তখন মন্ত্রীরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে কাজ করেছে।’