মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: মাশরাফি (ভিডিও)
Amaderbrahmanbaria.com : - ২৪.০৯.২০১৬
জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আফগানিস্তানের সাথে সিরিজ শুরু করতে চাই বলে সংবাদ সম্মেলনে জানান মাশরাফি। দীর্ঘদিন ধরে কোন সিরিজ খেলছে না বাংলাদেশ। সেখানে আফগানিস্তান এ বছর স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে পৃথক দুটি ওয়ানডে সিরিজ খেলেছে। সে কারণেই বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা কিছুতেই দলটিকে খাটো করে দেখছেন না। বিষয়টা আরো স্পষ্ট হল শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাশরাফি জানান, আফগানিস্তানকে ছোট দল ভাবার মত অবস্থা নেই। তারা এই বছর খেলার মধ্যেই আছে। সেখানে আমরা দীর্ঘদিন খেলার বাহিরে আছি। তাই আমার মনে হয় সিরিজটা বেশ কঠিন হবে।
মুস্তাফিজ প্রসঙ্গে মাশরাফি বলেন, মুস্তাফিজ থাকলেও আমাদের চ্যালেঞ্জ ছিল না এমন না। মুস্তাফিজ না থাকলেও আামদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
তবে কি টাইগারদের থাবা থেকে রক্ষা পাচ্ছে আফগানরা? না তেমনটিও নয়। মাশরাফি বলেন, আমরা টানা জয় দিয়েই আমাদের ওয়ানডে সিরিজ শেষ করেছিলাম। তাই শুরুটাও জয় দিয়েই হবে বলে আশা করছি। দলের সবাই ভাল কন্ডিশনে আছে। আমরা আমাদের সেরাটা দিয়েই জয় পাব বলে আশা করছি।
আরও খবর
সাকিবের রসিকতা…
স্পোর্টস ডেস্ক : এক বছর পর ওয়ানডে খেলতে নেমে নবীন আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে...
এমপি আমানুর রহমানের জামিন নামঞ্জুর
নিউজ ডেস্ক : টাঙ্গাইল ৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছে...