আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপের ২৮ দেশের এই পার্লামেন্ট।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রিসজার্ড জারনেকি বলেছেন, ‘পাকিস্তানের দুই মুখ। প্রকাশ্য মুখটি আমাদের দিকে। কিন্তু বর্বর মুখটি বেলুচিস্তানের দিকে।’ বেলুচিস্তানের মানুষের জন্য বর্বর অভিযান ও নীতি ত্যাগ না করলে ইউরোপীয় পার্লামেন্ট ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি।
ইউরোপীয় পার্লামেন্ট এমন সময় এ কথা বলেছে, যখন বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘে তুলেছে ভারত। উল্টো, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে পাকিস্তান। বিষয়টি আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে।
বার্তা সংস্থা এএনআই-কে রিসজার্ড জারনেকি বলেন, ‘মানবাধিকারবিষয়ক বিতর্কের সময় আমি বলেছি, কোনো সহযোগী দেশ যদি মানবাধিকার ও নীতি না মানে তাহলে আমাদের প্রতিক্রিয়া দেখানো উচিত এবং অর্থনৈতিক কিছু ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা আরোপের দিকে এগোতে পারি ‘
তিনি আরো বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। বেলুচিস্তানের প্রতি তারা যদি তাদের নীতি না পাল্টায়, তাহলে ইসলামাবাদ ও পাকিস্তানের সরকারের প্রতিও আমাদের আচরণ পরিবর্তন করা উচিত।