নিউজ ডেস্ক : রাজনৈতিক আশ্রয় বাতিল করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের খবরের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পত্রিকাগুলোতে এ ধরনের একটি খবর পাওয়ার পরে নিউইয়র্ক থেকে আমাকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী (আবুল হাসান মাহমুদ আলী) ফোন করেছিলেন। আমাদের দু’জনের আলোচনার পরিপ্রেক্ষিতে খবরের সত্যতা কতটুকু তা জানতে আমরা কানাডায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে যেগাযোগ করি।’
তিনি বলেন, ‘হাইকমিশনার আমাদের জানান- এ সংবাদটি সর্বৈব অসত্য। তিনি নিজে পাঁচ জায়গা থেকে কনফার্ম করেছেন, এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। এইটুকু তিনি (হাইকমিশনার) আমাকে জানিয়েছেন।’
আনিসুল হক বলেন, ‘হাইকমিশনার শুধু ওখানকার পত্রিকার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তা নয়, তিনি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ডেস্কে যিনি থাকেন, তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। দেখা গেছে, এ সংবাদের কোনো সত্যতা নেই।’
তবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের চেষ্টা আগে থেকেই অব্যাহত ছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আবার এ বিষয়ে আলোচনা তুলেছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সে আলোচনার পরিপ্রেক্ষিতেই কীভাবে নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়া যায়, তা খতিয়ে দেখছে কানাডা সরকার।’
তিনি আরও বলেন, ‘কানাডা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না এবং এ বিষয়ে তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়ার বিষয়ে কীভাবে তা এড়ানো যায়, তাও তারা খতিয়ে দেখছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২ খুনির একজন সাবেক সেনা কর্মকর্তা নূর চৌধুরী। ১৯৭৫ সালের নভেম্বরে তিনি দেশ ত্যাগ করেন। যুগান্তর