২৬শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ১১ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী ঘনাচ্ছে আশঙ্কার মেঘ, নিয়ন্ত্রণরেখায় জোর প্রস্তুতি ভারত-পাকিস্তানের


ট্রাম্পকেই ভোট দেবেন টেড ক্রুজ


Amaderbrahmanbaria.com : - ২৪.০৯.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তীব্র উত্তেজনা ছিল রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প ও টেক্সাসের সিনেটর টেড ক্রুজের মধ্যে। দলের প্রাইমারি নির্বাচনের সময় তাদের মধ্যে ঘোর বিরোধিতা প্রকাশ পায়।

কোনো কোনো সময় তা ব্যক্তিগত আক্রমণেও রূপ নেয়। সর্বশেষ রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনেও ডনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন নি টেড ক্রুজ। তা নিয়ে রিপাবলিকান দলের রাজনীতির ময়না তদন্ত করেছেন বিশ্লেষকরা। ব্যাপক সমালোচিত হয়েছেন টেড ক্রুজ। তারপর কেটে গেছে বেশ কিছু দিন। অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন ক্রুজ। তিনি শুক্রবার ঘোষণা দিয়েছেন, ৮ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডনাল্ড ট্রাম্পকেই ভোট দেবেন। এ ঘোষণা প্রকাশ পেয়েছে তার ফেসবুকের একটি পোস্টে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত একটি প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ডনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ কখনোই ভাল বন্ধু ছিলেন না। তারা একে অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করেন নি। উল্টো তারা হোয়াইট হাউজের দৌড়ে একজন আরেকজনকে ভীষণ কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাতে তুলে আনা হয়েছে তাদের স্ত্রীদের প্রসঙ্গ। কিন্তু সেসব কিছুকে পিছনে ফেলে টেড ক্রুজ শুক্রবার তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি এতে লিখেছেন, বেশ কয়েক মাস সতর্কতার সঙ্গে বিবেচনা করে, আমার সচেতন জ্ঞানের কাছে অনুসন্ধান করে নির্বাচন দিনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তা হলোÑ আমি রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডনাল্ড ট্রাম্পকেই ভোট দেব। এ জন্য দুটি মূল কারণ আছে। এক. গত বছর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেবো। তাই আমি আমার সেই প্রতিশ্রুতি রাখতে চাই। দুই. যদিও আমাদের দলের মনোনীত প্রার্থীর সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি তা সত্ত্বেও হিলারি ক্লিনটন আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নন। তাই আমি কখনোই হিলারি ক্লিনটনকে বেছে নিতে পারবো না।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close