আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার দুই ঘণ্টা সাউথ ব্লকের ওয়ার রুমে অতিবাহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগেও বছরের শুরুতে ভারতের পাঠানকোটে জঙ্গি হামলার পরে সিক্রেট রুমে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এসে বৈঠক করেছিলেন মোদি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। এর মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা প্রধান দলবীর সিং সুহাগ, বিমান বাহিনীর প্রধান অরূপ রাহা ও নৌ বাহিনীর প্রধান সুনীল লাম্বা। যুদ্ধের সময় সাউথ ব্লকের এই ঘরটিকেই ব্যবহার করা হয় ‘কন্ট্রোল রুম’ হিসেবে। এটিকে সিক্রেট রুমও বলা হয়।
ওয়ার রুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করে দেখানো হয়।
বালুর মডেলে জঙ্গি আস্তানা তৈরি করে বোঝানো হয়, কীভাবে আচমকা হামলায় ছত্রভঙ্গ করে দেওয়া যায় পাকিস্তানকে।
এদিকে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর জানিয়েছেন, উরির অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা হালকাভাবে নেবে না ভারত।
পাকিস্তানকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে কূটনৈতিক থেকে সশস্ত্র হামলা সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছে মোদি সরকার।
সেনারা আগেই জানিয়েছে, প্রত্যাঘাতের সময় ও স্থান স্থির করবে তারা।