২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে পৃথক ট্রেন দূর্ঘটনায় নিহত ২


Amaderbrahmanbaria.com : - ২০.০৯.২০১৬

নিজস্ব প্রতিবেদক ঢাকা-চট্রগ্রাম রেল পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০দিকে আশুগঞ্জে রেল ষ্টেশনের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে শামীম মিয়া (২০) নামক এক যুবকের মৃত্যু হয়। আশুগঞ্জ রেলওয়ের কর্তব্যরত থাকা পুলিশ ঘটনা স্থানে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত যুবকের পিতার নাম মোঃ দুধু মিয়া থানাঃ বাকুন্দিয়া জেলাঃ কিশোরগঞ্জ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের কিছুটা দূরে তালশহর বাজারের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৫৫) মহিলার নিহত মরদেহ আখাউড়া রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে বৃদ্ধ মহিলা তালশহর বাজারের রাস্তা পারাপারের সময় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। পড়ে এলাকাবাসী আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এই ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার এসআই মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close