২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী ভুয়া লেনদেন শনাক্তের উদ্যোগ সুইফটের


কলকাতা বিমানবন্দরে বোমা আতঙ্ক


Amaderbrahmanbaria.com : - ২০.০৯.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক। এর ফলে সরিয়ে নেয়া হয়েছে যাত্রীদের। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই-৭২৯ তে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আরোহীরা সন্ত্রস্ত হয়ে পড়েন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টায় বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি সম্বলিত একটি ফোন কল পায়। এতে সতর্ক করে বলা হয়, কলকাতা থেকে গোয়াহাটিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিতে বোমা পাতা আছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তামুলক পদক্ষেপ নেয়া হয়। বিমান থেকে দ্রুত নামিয়ে নেয়া হয় সব আরোহীকে। সিআইএসএফ শুরু করে তল্লাশি অভিযান। এক পর্যায়ে বিমানটিকে নিয়ে যাওয়া হয় পুরোপুরি ফাঁকা একটি স্থানে। সেখানে তল্লাশি চালানো হতে থাকে। ওদিকে বিধাননগর সিটি পুলিশ ওই ফোনকলকারীকে সনাক্ত করতে পেয়েছে। তিনি একজন নারী। তার বসবাস কলকাতার রাজারহাটে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close