নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের মামলায় নেত্রকোণার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিলে ২৮ নভেম্বর পর্যন্ত সময় পেয়েছে প্রসিকিউশন।সোমবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তারিখ নির্ধারণ করে দেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মোখলেসুর রহমান বাদল। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা।
নেত্রকোণার এই তিন আসামি হলেন- হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), তার ভাই এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) এবং সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।
তাদের তিনজনই একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং আঞ্জু স্থানীয় শান্তি কমিটিরও সদস্য ছিলেন বলে প্রসিকিউশনের অভিযোগ।
সাবিনা ইয়াসমিন মুন্নী বলেন, “গতকাল (রোববার) আমরা এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এটা যাচাই বাছই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আমাদের সময় প্রয়োজন। এ জন্য আমরা দুই মাস সময় চেয়েছি। আদালত ২৮ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছে।”
২০১৫ সালের ৫ মে তদন্ত শুরুর পর গত ৮ সেপ্টেম্বর এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তিন আসামির মধ্যে দুই সহোদর আঞ্জু-মঞ্জু পলাতক, ছোরাপ কারাগারে রয়েছেন। তাদের সবার গ্রামের বাড়ি আটপাড়া থানার কুলশ্রীতে।