২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


যেভাবে মারা হলো ১৭ ভারতীয় সেনাকে


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক:ভারত অধিকৃত কাশ্মিরের উরি সেনাদপ্তরে রোববার ভোরে এক গুপ্তহামলায় ১৭ সৈন্য এবং চার হামলাকারী নিহত হয়েছে। এছাড়া ৩০ সৈন্য আহত হয়েছে।

ভারতীয় অনলাইন নিউজপোর্টাল এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টার দিকে আত্মঘাতী হামলাকারী দলটি সেনাদপ্তরে প্রবেশ করে প্রথমে গ্রেনেড ছোঁড়ে, তারপর নির্বিচারে গুলিবর্ষণ করে। দলটির সদস্য সংখ্যা ছিল চার। তারা সবাই নিহত হয়েছে।তবে নিহত হওয়ার আগে এই চারজন দীর্ঘ ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধ চালিয়েছিল সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

খবরে বলা হয়, নিহত সৈনিকদের বেশির ভাগই ছিল সেনাবাহিনীর প্রশাসনিক ঘাঁটিতে। তখন কমান্ড পরিবর্তন চলছিল। গ্রেনেড হামলায় তাদের তাঁবুতে আগুন ধরে গেলে অনেকে মারা যায়।

সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে একটি একক হামলায় ভারতীয় বাহিনীর এটাই সর্বোচ্চ সংখ্যকের মৃত্যু। গত জানুয়ারিতে পাঠানকোটের উচ্চ নিরাপত্তাসংবলিত একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত সামরিক সদস্য নিহত হয়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close