২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


বার্লিনে অ্যাঞ্জেলা মার্কেলের দলের পরাজয়


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :বার্লিনে প্রাদেশিক পরিষদের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। রবিবারের এ পরাজয়কে বিশ্লেষকরা ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন।

অন্যদিকে নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে অভিবাসন ও শরণার্থীবিরোধী হিসেবে পরিচিত নতুন দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি। এর মাধ্যমে ডানপন্থী এ দলটি প্রথমবারের মতো বার্লিনের সিনেটে জায়গা করে নিয়েছে।

জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে চলতি বছর অনুষ্ঠিত পাঁচটি রাজ্য পার্লামেন্ট বা প্রাদেশিক পরিষদের নির্বাচনের সবগুলোতেই বড় ধরনের উত্থান ঘটেছে এএফডির। বার্লিনে জয়ের মাধ্যমে মার্কেলের অভিবাসন নীতির বিরোধীতা করে জনপ্রিয়তা পাওয়া এ দলটির এখন ১৬টির মধ্যে ১০টি রাজ্য পার্লামেন্টেই প্রতিনিধিত্ব নিশ্চিত হলো।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটদের ভোট কমেছে প্রায় ১৮ শতাংশ, যা তাদের রাজ্য কোয়ালিশন সরকার থেকে বেরিয়ে আসতেও বাধ্য করতে পারে।

অন্যদিকে ১৪ শতাংশ ভোটারের সমর্থন লাভ করেছে অভিবাসন বিরোধী এএফডি। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো দল পাঁচ শতাংশ ভোট পেলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে।

বিশ্লেষকদের ধারণা, অ্যাঞ্জেলা মার্কেলের শরণার্থীদের জন্য দরজা খুলে দেয়ার নীতি মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ফলে নির্বাচনে এমন পরাজয় বরণ করতে হয়েছে তার দলকে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close