নিজস্ব প্রতিবেদক : বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ, জাগো বাঙালি, গণ-আজাদী শিল্পী গোষ্ঠী, বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চাকেন্দ্র, বিশ্ব বাঙালি সম্মেলন, জাগো বাংলা সংস্কৃতি কেন্দ্র এ মানববন্ধনের আয়োজন করে।
নাজমুল হুদা বলেন, কোনো জাতি ভাষার জন্য জীবন দেয়নি। বাঙালি জাতি দিয়েছে। তাই বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়ার দাবি রাখে। প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশা করেন তিনি।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেয়ার পর থেকে যদি সে ধারা অব্যাহত থাকত তাহলে বাংলা অনেক আগেই জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পেত।
তিনি আরো বলেন, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণের মাধ্যমে জাতিসংঘের কাছে বাংলাকে দাপ্তরিক ভাষা করার দাবি জানাবেন বলে আশা করছি।
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোনেম বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ১৯৯৯ সালে বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ইউনেস্কো বাংলাকে সুমধুর ভাষা হিসেবে ঘোষণা দেয়। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালেয়র পক্ষ থেকে ১৯২টি রাষ্ট্রকে চিঠি দেয়া হলে কোনো রাষ্ট্র এর বিরোধিতা না করায় প্রধানমন্ত্রী তার ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানাতে পারেন।