২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


ফেসবুকে কাটা যাবে সিনেমার টিকিট


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

 
সিনেমা দেখতে ইচ্ছে হচ্ছে? কোনও চিন্তা নেই এবার মুভির টিকিট কাটতে পারবেন ফেসবুকে। মুভির টিকিট বিক্রেতা ফ্যানডানগোকে সংস্থা এই সুবিধা চালু করেছে বলে জানা গিয়েছে।

ফ্যানডানগো একটি মার্কিন সংস্থা যারা ইন্টারনেট এবং টেলিফোন কলের মাধ্যমে সিনেমার টিকিট বিক্রি করে। এখন ফেসবুকেও তারা এই সুযোগ নিয়ে এসেছে। সাপোর্ট করা মুভির পেজটি ভিজিট করলে স্ক্রিনের উপরে একটি বড় নীল রংয়ের বাটন দেখা যাবে এবং সেখানে লেখা থাকবে ‘বাই টিকিটস’। মোবাইলের মাধ্যমে এই বাটনটিকে ট্যাপ করলে আশপাশের সিনেমা হল এবং পছন্দমতো সময় খোঁজার সুযোগ থাকবে। কিন্তু ডেক্সটপের সেই বাটনে ক্লিক করলে সরাসরি ফ্যানডানগো-এর ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটটিতে ‘বুক নাও’ বাটনটি দেখা যাবে, যা মুভি পেজগুলোতে আগে থেকেই আছে।

ফ্যানডানগো জেন ওয়াই দর্শকদের আরও কাছাকাছি পৌঁছানোর জন্য এই সিস্টেম চালু করেছে। এখন ইউটিউব এবং নেটফ্লিক্স-এর কারণে সিনেমা থিয়েটারগুলো করুণ দশায় পরিণত হয়েছে যাওয়ায় সংস্থাটি এই ধরণের উদ্যোগ নিয়েছে। একটি সূত্র থেকে জানা গিয়েছে, ফ্যানডানগো গ্রাহকদের কাছে পৌঁছাবার জন্য শুধু ফেসবুক ব্যবহার করছে না। এই সংস্থাটি স্ন্যাপচ্যাট-এর মাধ্যমেও টিকিট বিক্রি করার চেষ্টা করছে এবং আইওএস 10-এ আইমেসেজ অ্যাপেও এই সুযোগ আনা হয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে তারা ‘অদূর ভবিষ্যতে’ ফেইসবুকে টিকিট ক্রয়ের জন্য আরও সিনেমা এবং জায়গা দেওয়ার পরিকল্পনা করছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close