নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি কোনো সময় পদের জন্য প্রার্থী হইনি, মন্ত্রী হওয়ার জন্যও লবিং করিনি। শুধু মাত্র একবারই প্রার্থী হয়েছিলাম তাও আমার নেত্রী শেখ হাসিনার কথায়। তিনি যা বলবেন আমি তাই করবো।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন।
ওবায়দুল কাদের বলেন, আব্দুল জলিল ভাই যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তখন আমি নেত্রীর কথায় সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম। এছাড়া এ পর্যন্ত কোনো পদের জন্য প্রার্থী হইনি। নেত্রী আমাকে ভাল মনে করে যখন যা দিয়েছেন আমি তাতেই খুশি হয়েছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি কোনো পদের জন্য প্রতিদন্দ্বিতা করছি না। নেত্রী আমাকে যেখানেই রাখেন আমি তাতেই খুশি। আমি আশা করবো আপনারা আমাকে প্রতিযোগিতার আসরে নামাবেন না।
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন কি কারণে হবে? এ নির্বাচন হওয়া নিয়ে দেশে কোনো বাস্তব সম্মত কারণ নেই, জনগণের ইচ্ছা নেই। যারা নির্বাচন চান তাদেরও এ নিয়ে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা একটি মিছিলও দেখা যায়নি।
পরবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পদ্ধতিতেই আগামী নির্বাচন হবে। আর বিএনপি ওই নির্বাচনে অংশ নেবে।বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, যাদের দলেই গণতন্ত্র নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের জাম্বুজেটের মত একটি কমিটি হয়েছে। আবার মাঝে মাঝে পদ বাড়ছে আবার কমছে। এই যদি একটি দলের অবস্থা হয় তাহলে তারা কিভাবে দেশে গণতন্ত্র আনবে।
ঈদে সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নিজের ব্যর্থতা স্বীকার সেতু মন্ত্রী বলেন, রাস্তায় মাছির মত, পাখির মত মানুষ মারা যাচ্ছে, আমি মন্ত্রী হিসেবে এর দায় এড়াতে পারি না।তিনি আরও বলেন, আমরা যত লেনের রাস্তা করি না কেন, যদি রাস্তায় শৃঙ্খলা আনতে না পারি তাহলে এসব দিয়ে কোনো কাজ হবে না।ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।