২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


নিউইয়র্কে ‘প্রেসার কুকার’ বোমা বিস্ফোরণ ঘটেছিল


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় যে বিস্ফোরণটি ঘটেছিল, তা একটি স্প্লিন্টার ভর্তি প্রেসার কুকার বোমার বিস্ফোরণ ছিল। এ ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।স্থানীয় সময় শনিবার রাতের ওই বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে চার ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়। পরে তা নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং রবিবার রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ তা ধ্বংস করে দেয়। উল্লেখ্য, ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।

আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা জানান, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল।

কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু এখনো এ হামলার কোনো উদ্দেশ্য বা এর সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে সনাক্ত করতে পারেননি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close