২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ব্যবসায়ীর প্রাণ বাঁচাল চীনের তৈরি ফোন!


নতুন আইওএসের কিছু অজানা ফিচা


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

 
অল্প কিছুদিন আগে আইফোন কর্তৃপক্ষ আইফোন সেভেনের সঙ্গে তাদের নতুন অপারেটিং সিস্টেম উদ্বোধন করেছে, যা আইওএস ১০ নামে পরিচিত। প্রায় সকল অপারেটিং সিস্টেম যখন আপগ্রেড হয় সঙ্গে করে নিয়ে আসে নতুন নতুন সুবিধা বা ফিচার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তবে কিছু কিছু ফিচার পরীক্ষামূলক হওয়ায় অনেকেই এর ব্যবহার সম্পর্কে জানেন না। বিশেষ করে এশিয়া মহাদেশের গ্রাহকরা এ বিষয়ে কিছুটা অজ্ঞ। কেননা আমাদের এখানে আইফোনের অনন্যতার কারণে এর জনপ্রিয়তা কম। তাছাড়া দামেরও একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা আমাদের দেশে আইফোন এখনো নিজস্ব কোনো অফিস বা সেবাকেন্দ্র খুলেনি। ফলে এখানকার গ্রাহকরা সরাসরি কোনো তথ্য পান না। তাই আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আইওএস ১০ এর কিছু ফিচার রাইজিংবিডির এ প্রতিবেদনে উল্লেখ করা হলো।

* নোটিফিকেশন গ্রুমিং: নতুন ফিচার হিসেবে সবাই সব অপারেটিং সিস্টেমে নোটিফিকেশনের ওপর জোর দেন। এর আগে নোটিফিকেশন থেকেই যেকোনো মেসেজ না খুলেই রিপ্লাই দেয়া যেত। বা কোনো অ্যাপস না খুলেই তার জবাব দেয়া যেত। এবার নতুন ফিচার হিসেবে নোটিফিকেশন গ্রপিং সুবিধা এনেছে আইওএস ১০। এখন থেকে সকল নোটিফিকেশন দিন অনুযায়ী ভাগ করা যাবে। অর্থাৎ যে যে ডেটে যেসব নোটিফিকেশন থাকবে সেটা ডেট অনুযায়ী দেখাবে।
* ভয়েস মেইলের প্রতিলিপি: নতুন অপারেটিং সিস্টেমে আইফোন ব্যবহারকারীরা তাদের ভয়েস মেইলের একটি অনুলিপি দেখতে পাবেন। অর্থাৎ আপনি যদি কোনো ভয়েস মেইল পাঠাতে চান, আদতে সেটা কেমন হয়েছে তার একটা প্রিভিউ দেখতে পাবেন। নতুন এই ফিচারটি এখনও পরীক্ষাধীন। কেননা এটা এখনো ১০০ ভাগ সঠিক অনুলিপি দিতে পারেনা। তবে একে শতভাগ সম্পূর্ণ করার চেষ্টা চলছে।

* ফ্ল্যাশলাইটে নিয়ন্ত্রণ: নতুন ফিচার হিসেবে আপনি আরো অনন্য একটি সুবিধা পাবেন। এবার আপনার আইফোনের ফ্ল্যাশলাইটের আলো নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন ফিচার হিসেবে আপনি লো, মিডিয়াম এবং ব্রাইট- এই তিন ক্যাটাগরিতে আপনার ফ্ল্যাশলাইটের আলো নিয়ন্ত্রণ করতে পারবেন থ্রিডি টাচের সাহায্যে।
* ছবির মান নির্ধারণ: আমরা অনেকেই লিমিটেড ডাটা প্ল্যান (ইন্টারনেট ডাটা) ব্যবহার করে থাকি। তাই যখন আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছবি শেয়ার করি তা অনেক সময় অনেক বেশি ডাটা ব্যবহার করে। তাই এবার থেকে আপনি চাইলে আপনার শেয়ার করা ছবির কোয়ালিটি বা মান আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। মানে আপনার শেয়ার করা ছবি কতটা ভালো বা সাধারণ মানের হবে তা আপনি নির্ধারণ করতে পারবেন। এবং আপনার ইন্টারনেট ডাটা বাঁচাতে পারবেন।

* লাইভ ছবি এডিটিং: নতুন আইওএসে বাড়তি সুবিধা হিসেবে ছবির এডিটিং এ নতুন মাত্রা যোগ করা হয়েছে। এই কন্ট্রোল প্যানেলে আপনি সব ধরনের ছবি এমনকি লাইভ ছবিও (আইফোনের নিজস্ব ফিচার, লাইভ ছবি) এডিট করা যাবে।
* মেসেজে হাতের লেখা: নতুন অপারেটিং সিস্টেম মেসেজিং এবং এডিটিং এর ওপর বেশ জোর দিয়েছে বোঝা যায়। তাই এবারও নতুন সুবিধা হিসেবে আইফোনের মেসেজে হাতের লেখাকে মেসেজ হিসেবে পাঠানো যাবে। কিংবা তৈরি করতে পারবেন ডুডল। এজন্যে আপনার আইফোনটি শুধু ল্যান্ডস্কেপে নিলেই হবে। আপনি পেয়ে যাবেন হাতের লেখা কিংবা ডুডল তৈরির অপশন।

এছাড়াও থ্রিডি টাচ সহ নোটিফিকেশনভিত্তিক আরো কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন অপারেটিং সিস্টেমে। যার কিছু কিছু সুবিধা আমাদের দেশে হয়তো পাওয়া যাবেনা। কেননা এগুলো নির্ভর করে আইফোন কোথায় ব্যবহার করা হচ্ছে। যেমন ম্যাপ নিয়েও নতুন কিছু ফিচার এসেছে যা মূলত ইউরোপ-আমেরিকাভিত্তিকই বলা চলে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close