২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


দেড় কোটি ডলার ফেরত দিল ফিলিপাইন


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। এই অর্থ সোমবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয়।খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়ান্দা ইউনিটের একটি সূত্র। সোমবার বিকেল ৫টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে সূত্রটি জানায়।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বৃহৎ সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।

চুরির ঘটনাটি বাংলাদেশের মানুষ জানতে পারে ঘটনার এক মাস পর, তাও ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে। বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়।

ওই ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনটি আগামী ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close