২২শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ৭ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 6 » এবার সেতু নির্মাণ কাজে স্টিলের পরিবর্তে কাঠ


এবার সেতু নির্মাণ কাজে স্টিলের পরিবর্তে কাঠ


Amaderbrahmanbaria.com : - ১৯.০৯.২০১৬

নিজস্ব প্রতিবেদক :রেলের কয়েকটি প্রকল্পে অনিয়ম ও লুটপাটের করণে অসন্তোষ প্রকাশ করেছে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। ইএমইডি পর্যবেক্ষনে দেখা গেছে, দ্বিতীয় ভৈরব সেতু নির্মাণে রিটেইনিংওয়ালের ঢালাইয়ের কাজে স্টিলের শাটারের পরিবর্তে কাঠের শাটার ব্যবহার করা হয়েছে, ফলে যথাযথ শাটার ব্যবহার না করায় সিমেন্ট মিশ্রিত পানি বের হতে দেখা গেছে। এ সেতু নির্মাণ কাজে ব্যাবহিত অধিকাংশ মালামাল নিম্ন মানের ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।


দ্বিতীয় ভৈরব সেতু প্রকল্পে বরাদ্দ ছিল ৯৫৯ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকা। প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কিন্তু বিভিন্ন অনিয়মের করণে সময়মত কাজ শেষ করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে ঈশ্বরদী-দর্শনা সেকশনের ১১টি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থার মান উন্নয়ন কাজ এখনও চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ না করায় প্রকল্পটি কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রকল্পটিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১৭৬ কোটি তিন লাখ ৮৭ হাজার টাকা।প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এটি শেষ হয়নি।প্রসঙ্গত, আইএমইডি প্রতিবেদনে বলা হয়েছে ৭ প্রকল্পে এক প্ররিচালক নিয়োগ করা, যথাযথ তদরকি না থাকা, রেল মন্ত্রণালয়ের অদূরদর্শিতাসহ বিভিন্ন কারণে রেলের প্রকল্প অনিয়ম হচ্ছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close