g আকাশের বুকে হাঁটতে চান? যেতে পারেন এই আশ্চর্য উদ্যানে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

আকাশের বুকে হাঁটতে চান? যেতে পারেন এই আশ্চর্য উদ্যানে

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৬, ২০১৬

---

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম ‘চিনের প্রাচীর’। সম্প্রতি চিনের হুনান প্রদেশের ঝাঙ্গজিয়াজি জাতীয় উদ্যান তৈরি করেছে পৃথিবীর অন্যতম দীর্ঘ আকাশপথ, যার ছবি দেখে আপনার মনে হতে পারে এটা হয়তো পৃথিবীর আর এক আশ্চর্য।

 

ভুপৃষ্ঠ থেকে ৪৬০০ ফুট উচ্চতায় অবস্থিত ৩৩০ ফুট লম্বা ও ৫ ফুট চওড়া এই আকাশপথের নাম ‘কয়লিং ড্রাগন ক্লিফ’।

দক্ষিণ চিনের তিয়ানমেন পর্বতমালার এই দীর্ঘ আকাশপথ সাধারণ পর্যটকদের কাছে আজ এক বিশেষ আকর্ষণ।

অনেকেই মনে করেন এই ধরনের আকাশপথ বেশ বিপজ্জনক, বিশেষত যাঁদের ভার্টিগো আছে। তাঁদের পক্ষে এই আকাশপথে ভ্রমণ একেবারেই উচিৎ নয়।

 

আকাশের ছবি মাটিতে! অসম্ভব সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করা যাবে পাহাড়ের মাথায়।

 

পাহাড়ের গলায় মালার মত এই আকাশপথে ইতিমধ্যেই বহু পর্যটক ভিড় জমিয়েছেন।

 

আপনি যদি একান্তই অ্যাডভেঞ্চার-প্রেমিক হন, তাহলে ঘুরতে যাওয়ার জন্য এমন একটি জায়গা আপনার জন্য আদর্শ।

 

আকাশপথের একটা অংশ ঘোড়ার খুরের মত দেখতে। আর এই অংশটাই পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়।

 

পাহাড়ের গা বেয়ে এই আকাশপথ এমন এক বাঁক নিয়েছে, যে পথের শেষ কোথায় তা কোনওভাবেই দেখতে পাওয়া যায় না।

এমন এক জায়গায় বেড়াতে গিয়ে একটা ‘নিজস্বী’ না হলে চলে?